মিডিয়ামেইল: হালের জনপ্রিয় মডেল ও অভিনেতা তৌসিফ মাহবুব আগামী বছরই বিয়ে করতে যাচ্ছেন। কি পাঠক ভাবছেন সত্য কি না! হ্যাঁ আসলেই তিনি বিয়ে করতে যাচ্ছেন। যদি সবকিছু ঠিক থাকলে তাহলে আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করবেন তিনি। তৌসিফের হবু স্ত্রী’র নাম জান্নাতুল ফেরদৌস জারা। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন।
বিয়ে প্রসঙ্গে তৌসিফ মাহবুব প্রতিবেদক.কমকে বলেন, আশা করছি আল্লাহর রহমতে সামনের বছর ফ্রেব্রুয়ারিতে বিয়ে করছি। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। সব কিছুই জানিয়ে দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
তৌসিফের ভক্তরা জান্নাতুল ফেরদৌস জারাকে আগে থেকেই চেনেন। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জারার সঙ্গে তৌসিফ অনেক ছবি আপলোড করেছেন। তাঁদের মিষ্টি সম্পর্কের কথা মিডিয়ার কারো অজানা নয়। হবু এই দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন তৌসিফের সহশিল্পী ও বন্ধুরা।
বর্তমানে তৌসিফ বেশ কিছু একক নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও জনপ্রিয়তা পেয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় এই মুখ।